এই ৩ দিনের কোর্সে আপনি ধাপে ধাপে মোটরসাইকেল চালানোর সব গুরুত্বপূর্ণ স্কিল শিখবেন — যেমন ক্লাচ ও থ্রটল নিয়ন্ত্রণ, গিয়ার পরিবর্তন, এবং রিয়েল রোডে চলাচলের প্রস্তুতি। কোন নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে না গিয়ে নিজের পছন্দের জায়গায় শিখে আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণ তৈরি করা যাবে।
♦ ৩ দিন — প্রতিদিন ১ ঘণ্টা করে
প্রশিক্ষণ সাধারণত ১০০সিসি থেকে ১২৫সিসি ম্যানুয়াল মোটরসাইকেলে প্রদান করা হয়, যা বাংলাদেশে সবচেয়ে প্রচলিত। আপনার নিজের বাইক না থাকলে, আমরা বাইকের ব্যবস্থা করার চেষ্টা করবো (প্রাপ্যতার ভিত্তিতে)। কোর্সটি ম্যানুয়াল গিয়ার বাইকে পরিচালিত হয়, যদি না পূর্বে আলাদা কিছু নির্ধারণ করা হয়।
= ৳৮৮০ অগ্রিম পরিশোধ করতে হবে
~ বাকি ৳১,২২০ প্রশিক্ষণ শেষে পরিশোধযোগ্য