যারা আগে মোটরসাইকেল চালিয়েছেন কিন্তু এখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন বা দীর্ঘ বিরতির পর আবার চালাতে চান, তাদের জন্য এই কোর্সটি আদর্শ। এক ঘণ্টার এই সেশনটি একেবারে ব্যক্তিগত প্রশিক্ষকের মাধ্যমে পরিচালিত হয় — আপনার নির্ধারিত লোকেশনে। এটি আপনাকে নিয়ন্ত্রণ, ভারসাম্য এবং রোড সেফটির ব্যাপারে সচেতন করে তুলবে।
♦ মোট ১ ঘণ্টা
এই প্রশিক্ষণ সাধারণত ১০০সিসি থেকে ১2৫সিসি এর মধ্যে বাংলাদেশের প্রচলিত ম্যানুয়াল মোটরসাইকেলে প্রদান করা হয়। আপনার নিজের বাইক না থাকলে আমাদের পক্ষ থেকে বাইকের ব্যবস্থা করার চেষ্টা করা হবে (প্রাপ্যতার ওপর নির্ভরশীল)। কোর্সটি ম্যানুয়াল গিয়ার বাইকে পরিচালিত হয়, যদি না পূর্বেই ভিন্ন কিছু নির্ধারিত থাকে।
= ৳২৫০ অগ্রিম ভর্তি ফি হিসেবে দিতে হবে (বুকিং নিশ্চিত করার জন্য)
~ বাকি ৳৫০০ প্রশিক্ষণ শেষে পরিশোধ করা যাবে