এই কোর্সটি একদম নতুনদের জন্য, যারা মোটরসাইকেল তো দূরের কথা — সাইকেল চালানোও জানেন না। পাশাপাশি এটি তাদের জন্যও উপযোগী, যারা মোটরসাইকেল চালাতে জানেন কিন্তু চান সম্পূর্ণ দক্ষতা অর্জন করতে — যেন আত্মবিশ্বাসের সঙ্গে হাইওয়েতে বা লং ট্যুরে চালাতে পারেন। এক কথায়, শুরু থেকে একদম এক্সপার্ট পর্যায়ে যেতে চাইলে এই কোর্সটি আপনার জন্য।
এই ৮-দিনের কোর্সে ধাপে ধাপে একজন সম্পূর্ণ নতুনকে একজন দক্ষ রাইডারে পরিণত করা হয়। শুরুতে ভারসাম্য ধরা, বাইক কন্ট্রোল, থ্রটল-ক্লাচ ব্যবস্থাপনা থেকে শুরু করে হাইওয়ে রাইডিং, লং রাইড প্রস্তুতি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট পর্যন্ত সব কিছু শেখানো হয়। আপনি যদি মোটরসাইকেল সম্পর্কে কিছুই না জানেন, তবুও এই কোর্সটি আপনার জন্য যথার্থ।
♦ ৮ দিন — প্রতিদিন ১ ঘণ্টা করে
প্রশিক্ষণ প্রদান করা হয় বাংলাদেশের প্রচলিত ১০০সিসি থেকে ১২৫সিসি ম্যানুয়াল মোটরসাইকেল-এ। আপনার নিজের বাইক না থাকলে আমরা বাইকের ব্যবস্থা করতে পারি (প্রাপ্যতার ভিত্তিতে)। কোর্সটি ম্যানুয়াল গিয়ার বাইকে পরিচালিত হয়।
= ৳১,৭০০ অগ্রিম পরিশোধ করতে হবে
~ বাকি ৳২,৮০০ প্রশিক্ষণ শেষে পরিশোধযোগ্য